বরিশালের কীর্তনখোলা নদী থেকে একটি ট্রলারসহ ১৫০ কেজি জাটকা জব্দ করেছে কোস্টগার্ড। মঙ্গলবার ভোররাতে ওই নদীর বেলতলা এলাকা থেকে ট্রলারসহ ওই জাটকা জব্দ করা হয়। তবে এর সাথে জড়িত কাউকে আটক করতে পারেনি তারা।
মৎস্য কর্মকর্তারা জানান, জাটকা পাঁচারের খবর পেয়ে কোস্টগার্ডের একটি দল কীর্তনখোলা নদীর বেলতলা এলাকায় অভিযান চালায়। এ সময় কোস্টগার্ডের উপস্থিতি টের পেয়ে ট্রলার ফেলে পালিয়ে যায় পাচারকারীরা। পরে কোস্টগার্ড ট্রলার তল্লাশি করে ১৫০ কেজি জাটকা উদ্ধার করে। আটক করে ট্রলারটি।
পরবর্তীতে জব্দকৃত জাটকা বিভিন্ন এতিমখানা এবং লিল্লাহ বোডিংয়ে বিনামূল্যে বিতরণ করা হয় বলে জানিয়েছেন কোস্টগার্ড কর্মকর্তারা।
বিডি প্রতিদিন/এনায়েত করিম