বরিশালসহ উপকূলীয় ১৩ জেলায় শুরু হয়েছে মৎস্য সম্পদ ধ্বংসকারী বেহুন্দী ও অন্যান্য অবৈধ জাল নির্মূলকরণ সংক্রান্ত ‘বিশেষ কম্বিং অপারেশন-২০২০’। আজ মঙ্গলবার সকাল ১০টায় বরিশালের কীর্তনখোলা নদী থেকে কোস্ট গার্ডের সহায়তায় জেলা মৎস্য অফিস এই অভিযান শুরু করে। পরে জেলার বিভিন্ন নদীতে অভিযান চালানো হয়।
এ সময় জেলা মৎস্য কর্মকর্তা মো. আবু সাইদ জানান, মৎস্য সম্পদ ধ্বংসকারী বেহুন্দী ও অন্যান্য অবৈধ জাল নির্মূলের লক্ষ্যে মন্ত্রণালয়ের সিদ্ধান্ত অনুসারে প্রথম ধাপে ৭ থেকে ১৩ জানুয়ারি এবং দ্বিতীয় ধাপে ২১ থেকে ২৮ জানুয়ারি এই অভিযান পরিচালিত হবে।
সরকারের বিভিন্ন আইন শৃঙ্খলা রক্ষা বাহিনী এই অভিযানে মৎস্য বিভাগকে সহযোগিতা করছে।
মৎস্য সম্পদ বৃদ্ধির চেষ্টার অংশ হিসেবে বরিশাল, ভোলা, পটুয়াখালী, বরগুনা, পিরোজপুর, কক্সবাজার, চট্টগ্রাম, চাঁদপুর, মুন্সিগঞ্জ, নোয়াখালী, খুলনা, বাগেরহাট ও সাতক্ষীরায় এই অভিযান শুরু হয়েছে। অভিযান সার্থক করতে সকলের সহযোগিতা কামনা করেছে মৎস্য বিভাগ।
বিডি প্রতিদিন/এনায়েত করিম