সরকারি গোডাউনে চাল সংগ্রহে মিলারদের কাছ থেকে বাধ্যতামূলক ঘুষ নেওয়ার সময় খুলনার ডুমুরিয়া উপজেলা খাদ্য পরিদর্শক (ওসি-এলএসডি) মোহাম্মদ ইলিয়াস হোসেনকে গ্রেফতার করেছে দুদক।
বৃহস্পতিবার সকালে ডুমুরিয়া উপজেলা খাদ্য গুদাম থেকে তাকে গ্রেফতার করা হয়। এ সময় তার কাছ থেকে ঘুষের এক লাখ টাকা উদ্ধার করা হয়।
দুদক খুলনার সমন্বিত জেলা কার্যালয়ের সহকারী পরিচালক নীল কমল পাল বিষয়টি নিশ্চিত করেছেন।
দুদক কর্মকর্তারা জানান, ডুমুরিয়ার আঠারমাইল এলাকার জামান অটো রাইস মিলের মালিক কামরুজ্জামানের কাছ থেকে কেজিপ্রতি তিন টাকা হারে ঘুষ দাবি করেন ওই খাদ্য কর্মকর্তা। বৃহস্পতিবার সকালে ১ হাজার টাকার নতুন নোটে ওই কর্মকর্তাকে এক লাখ টাকা ঘুষ দেওয়া হয়। এ সময় ফাঁদ পেতে ঘুষের টাকাসহ খাদ্য পরিদর্শককে গ্রেফতার করা হয়।
বিডি-প্রতিদিন/মাহবুব