সিনিয়র সাংবাদিক ও কলামিস্ট সোহেল সানি গুরুতর অসুস্থ। ২০০৭ সালের ১১ জানুয়ারি দুষ্কৃতকারীদের হামলায় বাম পাসহ শরীরের বিভিন্ন স্থানে আঘাতপ্রাপ্ত সোহেল সানি লাঠিতে ভর দিয়েই চলতেন। গত ২০ ডিসেম্বর হঠাৎ তিনি অসুস্থ হয়ে পড়েন।
খবর পেয়ে বিএফইউজে মহাসচিব শাবান মাহমুদসহ বেশ কয়েকজন সাংবাদিক সোহেল সানির বাসায় ছুটে যান। ডা. সিরাজুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালে তাকে ভর্তি করা হয়। সেখানে অবস্থার অবনতি ঘটলে গত বুধবার মেডিসিন বিভাগের অধ্যাপক ডা. সাবরিনা ইয়াসমিন তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিউরোলজি ও অর্থোপেডিক্স বিভাগের অধীনে চিকিৎসার পরামর্শ দেন। বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশন (বিএমএ) সভাপতি ও আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতা ডা. মোস্তফা জালাল মহিউদ্দিন সাংবাদিক সোহেল সানির খোঁজ-খবর নেন।
বিডি-প্রতিদিন/শফিক