বাংলাদেশ ক্রিকেট দলের তারকা অলরাউন্ডার সাকিব আল হাসান। এবার ইয়ামাহা মোটরবাইকের উদ্যোগে গভীর রাতে ঢাকা শহরের ভাসমান শীতার্ত মানুষের পাশে দাড়ালেন তিনি।
গতকাল শুক্রবার মধ্যরাতে ইয়ামাহা রাইডার ক্লাব বাংলাদেশ ফেইসবুক গ্রুপের বাইকাররা রাজধানীর ভাসমান সুবিধাবঞ্চিত মানুষদের তাবু ও কম্বল বিতরণের মাধ্যমে তাদের পাশে দাঁড়ায় । এসময় তাদের সাথে অংশ নিয়েছিলেন ইয়ামাহা বাংলাদেশের ব্র্যান্ড অ্যাম্বাসেডর সাকিব আল হাসান। এছাড়াও এসিআই মটরস এর এক্সিকিউটিভ ডিরেক্টর সুব্রত রঞ্জন দাস, এবং টিম ইয়ামাহাও সেখানে উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, দীর্ঘদিন ধরেই ইয়ামাহা মোটরবাইকের অ্যাম্বাসেডর হিসেবে তাদের বিভিন্ন বিজ্ঞাপন ও প্রোগ্রামে অংশগ্রহণ করছেন সাকিব আল হাসান।
বিডি-প্রতিদিন/ সিফাত আব্দুল্লাহ