ছাত্রলীগের সভাপতি আল নাহিয়ান খান জয় বলেছেন, আসন্ন ঢাকা দক্ষিণ ও উত্তর সিটি নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস ও আতিকুল ইসলাম আতিকের বিজয় সুনিশ্চিত করতে ছাত্রলীগ ঘরে ঘরে যাবে। মানুষের কাছে ভোট প্রার্থনা করবে। বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনার নেতৃত্বে সরকারের টানা এগারো বছরের উন্নয়ন তুলে ধরে মানুষের মন জয় করে বিজয় নিয়েই ঘরে ফিরবে বাংলাদেশ ছাত্রলীগ। এ জন্য রাজধানীর প্রতিটি ওয়ার্ডে ওয়ার্ডে কমিটি গঠন করে ছাত্রলীগের নেতাকর্মীরা ভোট প্রার্থনা করছেন। তরুণ ভোটারদের টানতে কাজ করছে ছাত্রলীগ।
শনিবার বাংলাদেশ প্রতিদিনের সঙ্গে আলাপকালে এসব কথা বলেন ছাত্রলীগ সভাপতি।
ছাত্রলীগ সভাপতি আরও বলেন, আমাদের টার্গেট তরুণ ভোটার। কারণ যারাই প্রথমবারের মতো ভোটার হয়েছেন তারা অধিকাংশই বাংলাদেশ ছাত্রলীগের রাজনীতির সঙ্গে জড়িত। আবার যারা সরাসরি রাজনীতির সঙ্গে জড়িত নন, তারাও স্বাধীনতা বিরোধী শক্তি জামায়াত-শিবির সমর্থিত প্রার্থীদের ভোট দেবে না-আমরা এমনটাই বিশ্বাস করি। আর তরুণ ভোটাররা যে দিকে ঝুঁকবে সেদিকেই বিজয় আসবে। আমাদের চাওয়া তরুণ ভোটার। সেই টার্গেট নিয়েই লক্ষাধিক ছাত্রলীগের নেতাকর্মীরা দুই সিটিতে কাজ করছেন।
তিনি বলেন, আমরা চাই একটি আধুনিক ঢাকা। নিরাপদ ঢাকা। নারীদের জন্য নিরাপদ ঢাকা। এ জন্য শক্তিশালী ও দক্ষ মেয়র দরকার। যতগুলো মেয়র প্রার্থী নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন, তার মধ্যে যোগ্য ব্যক্তি ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস ও আতিকুল ইসলাম আতিক। আমাদের চাওয়া বিগত জাতীয় সংসদ নির্বাচনের মতোই রাজধানীর মানুষ যোগ্য নগরপিতাকে নির্বাচিত করবেন।
ছাত্রলীগের নেতাকর্মীদের উদ্দেশে সংগঠনের সভাপতি বলেন, যাকে যে এলাকায় দায়িত্ব দেওয়া হয়েছে, তাকে সেই এলাকার মুরব্বীদের সঙ্গে সমন্বয় করে কাজ করতে হবে। প্রতিটি ঘরে ঘরে যেতে হবে। সরকারের উন্নয়ন আর অর্জন তুলে ধরে নৌকায় ভোট চাইতে হবে।
ঘরে ঘরে গিয়ে প্রচারণার পাশাপাশি ডিজিটাল প্রচারণা চালানোর নিদের্শ দিয়ে আল নাহিয়ান খান জয় বলেন, দেশরত্ম শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ আজকে ডিজিটাল বাংলাদেশ। এই ডিজিটাল প্রযুক্তির মাধ্যমে আমাদের সরকারের উন্নয়ন প্রচার করতে হবে। মানুষের কাছে ভোট চাইতে হবে। ডিজিটাল প্রযুক্তি ব্যবহার করেও মানুষের মন জয় করার পরামার্শ দেন তিনি।
বিডি-প্রতিদিন/বাজিত হোসেন