বরিশালে অর্থ আত্মসাতের দায়ে অভিযুক্ত পল্লী দারিদ্র বিমোচন ফাউন্ডেশনের (পিডিবিএফ) সাবেক ভারপ্রাপ্ত ব্যবস্থাপক মদন মোহন সাহার বিচারের দাবিতে এক মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
শনিবার বিকেল ৩টায় নগরীর পুলিশ লাইনস রোডের এন. হোসেন রোডে ফাউন্ডেশনের কর্মকর্তা-কর্মচারীদের ব্যানারে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়।
বরিশাল পল্লী দারিদ্র বিমোচন ফাউন্ডেশনের ভারপ্রাপ্ত উপ-পরিচালক ফরিদা ইয়াসমিনের সভাপতিত্বে মানববন্ধন কর্মসূচিতে বক্তব্য রাখেন কর্মকর্তা মো. কবির উদ্দিন, নুরুল ইসলাম, বশিরুল ইসলাম ও মো. জিয়া উদ্দিনসহ অন্যান্যরা।
মানববন্ধনে বক্তারা বলেন, পল্লী দারিদ্র বিমোচন ফাউন্ডেশনে নিয়ম-নীতির তোয়াক্কা না করে সাবেক ভারপ্রাপ্ত ব্যবস্থাপক মদন মোহন সাহা প্রতিষ্ঠানের ৫৩ কোটি টাকা হাতিয়ে নিয়েছেন। এছাড়া সহকর্মীদের কল্যাণ তহবিলের ২০ লাখ টাকা হাতিয়ে নেয়ার অভিযোগ তার বিরুদ্ধে। সাবেক এই ব্যবস্থাপকের দুর্নীতি ও স্বেচ্ছাচারিতার প্রমাণ থাকার পরও কর্তৃপক্ষ তার বিরুদ্ধে এখন পর্যন্ত কোনো আইনানুগ ব্যবস্থা নেয়নি। এ কারণে প্রতিষ্ঠানের সাধারণ কর্মকর্তা-কর্মচারীরা চমর হয়রানির শিকার হচ্ছেন।
এসময় বক্তারা সাবেক ভারপ্রাপ্ত ব্যবস্থাপক মদন মোহন সাহার দুর্নীতির দৃষ্টান্তমূলক শাস্তি এবং তাকে গ্রেফতারের দাবি জানান।
বিডি-প্রতিদিন/বাজিত হোসেন