বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহন কর্তৃপক্ষের (বিআইডব্লিউটিএ)'র সম্ভাব্য উচ্ছেদের হাত থেকে রক্ষা পেতে বিক্ষোভ মিছিল এবং সিটি মেয়র সাদিক আবদুল্লাহ’র কাছে স্মারকলিপি দিয়েছে বরিশাল নগরীর ৫, ৬, ৮, ৯ ১০ ও ১১ নম্বর ওয়ার্ডের বাসিন্দারা।
নগরীর পলাশপুর থেকে রবিবার দুপুরে এলাকার সর্বস্তরের নারী-পুরুষদের একটি বিক্ষোভ মিছিল বের হয়ে নগরীর সদর রোডে সিটি মেয়রের দপ্তর এনেক্স ভবনের সামনে গিয়ে শেষ হয়। পরে তারা বিআইডব্লিউটিএ’র সম্ভাব্য উচ্ছেদের হাত থেকে রক্ষা পেতে সিটি মেয়র সাদিক আবদুল্লাহ’র কাছে একটি স্মারকলিপি দেওয়া হয়েছে। এ সময় সিটি মেয়র তাদের অযৌক্তিক উচ্ছেদের হাত থেকে রক্ষা করার প্রতিশ্রুতি দেন।
স্মারকলিপিতে বলা হয়, নগরীর পলাশপুর ৫ নম্বর ওয়ার্ডে প্রায় ৫০ হাজার লোকের বসবাস। ওই এলাকায় নিবন্ধিত ভোটার ১৪ হাজার। এছাড়া দু’টি মাধ্যমিক বিদ্যালয়, তিনটি সরকারি প্রাথমিক বিদ্যালয়, ১৪টি মাদ্রাসা এবং ১৯টি মসজিদ, ধান গবেষণা ইনস্টিটিউট, সিটি করপোরেশনের ওয়াটার ট্রিটমেন্ট প্লান্ট, বিশুদ্ধ পানির একাধিক পাম্প, ময়লা পরিশোধনাগার, বিদ্যুৎ বিভাগের উপকেন্দ্র নগরীর দ্বিতীয় বৃহত্তম কাজীর গোরস্থানসহ নানা স্থাপনা রয়েছে। প্রায় ১০ হাজার পাকা এবং আধাপাকা ও কাঁচা বসতবাড়ি রয়েছে।
কিন্তু কিছুদিন পূর্বে বিআইডব্লিউটিএ কর্তৃপক্ষ হাইকোর্টের একটি রায়ের আলোকে ১১৭ বছর পূর্বের সিএস পর্চা অনুযায়ী নদীর সীমানা পুননির্ধারণের জরিপ করে। জরিপে ৫, ৬, ৮, ৯, ১০ ও ১১ নম্বর ওয়ার্ডের যাবতীয় স্থাপনা অন্তর্ভুক্ত করা হয়। এতে স্থানীয় বাসিন্দারা চরম আতঙ্কে দিন কাটাচ্ছে। এ অবস্থায় বিআইডব্লিউটিএ’র অনাকাঙ্খিত উচ্ছেদের হাত থেকে রক্ষা পেতে তারা সিটি মেয়রের হস্তক্ষেপ কামনা করেন।
বিডি-প্রতিদিন/শফিক