রাজধানীর পল্টনের একটি আবাসিক হোটেল থেকে রাজশাহীর বেসরকারি বারিন্দ মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক এসএমএ রশিদের (৬০) মরদেহ উদ্ধার করেছে পুলিশ। তিনি পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলমের সম্বন্ধী বলে জানিয়েছে পুলিশ।
পল্টনে হোটেল এশিয়া অ্যান্ড রিসোর্টের নবম তলার একটি কক্ষ থেকে সোমবার দুপুরে তার মরদেহ উদ্ধার করা হয় বলে গণমাধ্যমকে নিশ্চিত করেছেন শাহবাগ থানার ওসি আবুল হাসান।
তিনি বলেন, গত শনিবার বিকালে হোটেলটিতে উঠেন এসএমএ রশিদ। কিন্তু আজ সোমবার সকালে ঘুম থেকে না উঠায় হোটেলের ম্যানেজার শিশির চন্দ্র ও রশিদের গাড়িচালক আরিফ হোসেন দুপুর ১২টার দিকে দরজা খুলে কক্ষের ভেতরে প্রবেশ করে তাকে অচেতন অবস্থায় দেখতে পান। এরপর দ্রুত তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক এসএমএ রশিদকে মৃত ঘোষণা করেন। ধারণা করা হচ্ছে স্বাভাবিকভাবে তার মৃত্যু হয়েছে।
এসএমএ রশিদ পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলমের সম্বন্ধী বলেও নিশ্চিত করেছেন ওসি আবুল হাসান।
বিডি-প্রতিদিন/মাহবুব