রংপুরে মৃত্যুর ৫ মাস ৮ দিন পর কবর থেকে লাশ উত্তোলন করা হলো জিকরুল ইসলাম (৩৫) নামের এক যুবকের। জেলার বদরগঞ্জের দামোদর পুর ইউনিয়নের সরদারপাড়া গ্রামে সোমবার দুপুরে তার লাশ উত্তোলন করা হয়।
রংপুর ডিসি অফিসের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ রাহাত বিন কুতুবের নেতৃত্বে কবর থেকে তার লাশ উত্তোলন করে আইন শৃঙ্খলা বাহিনী। এসময় শত শত মানুষ এখানে ভিড় জমান। উত্তোলন শেষে সুরতহাল রিপোর্ট তৈরির পর লাশটি রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের ফরেনসিক বিভাগে পাঠানো হয়।
গত বছরের ৫ আগস্ট জমিতে সেচ দিতে যাওয়ার পথে পাশের গোলাম মর্তুজার বাড়ি থেকে অবৈধভাবে নেয়া বিদ্যুতের তারে জড়িয়ে মারা যায় ন্যাশনাল সার্ভিসে কর্মরত জিকরুল ইসলাম নামের ঔ যুবক। মৃত্যুর পর তড়িঘড়ি করে পোস্টমর্টেম ছাড়াই লাশ দাফন করা হয়। এ বিষয়ে পুলিশ মামলা না নেয়ায় পরবর্তীতে আদালতে মামলা করে মৃতের মা জান্নাতি বেগম।
বিডি-প্রতিদিন/শফিক