শ্রদ্ধা আর শোক গাঁথায় নানা কর্মসূচির মধ্য দিয়ে বৃহস্পতিবার পালিত হলো শহীদ মুক্তিযোদ্ধা দিবস। শহীদ মুক্তিযোদ্ধা স্মৃতি ফাউন্ডেশন ও শান্ত-মারিয়াম ফাউন্ডেশন যৌথভাবে প্রতিবছরের ন্যায় এবারও অত্যন্ত ভাবগাম্ভীর্যপূর্ণ পরিবেশে দিবসটি পালন করে।
দিনব্যাপী আয়োজিত এ অনুষ্ঠানের প্রথম পর্ব সকালে বনানী কবরস্থান এবং আজিমপুরস্থ নতুন কবরস্থানে কোরআনখানি, পুষ্পস্তবক অর্পণ ও দোয়া মাহফিলের মধ্য দিয়ে পালন করা হয়। দ্বিতীয় পর্ব সন্ধ্যায় স্বাস্থ্যবিধি মেনে সীমিত উপস্থিতি ও জুম মিটিং অ্যাপের মাধ্যমে পালন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ.ক.ম. মোজাম্মেল হক এমপি। আরো উপস্থিত ছিলেন অনুষ্ঠানের সভাপতি শান্ত-মারিয়াম ফাউন্ডেশনের চেয়ারম্যান ডা. আহসানুল কবির ও শান্ত-মারিয়াম বিশ্ববিদ্যালয়ের বোর্ড অব ট্রাস্টিজের চেয়ারম্যান ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের আর্ট এন্ড পেইন্টিং বিভাগ, চারুকলা অনুষদের অধ্যাপক শিল্পী অধ্যাপক মোস্তাফিজুল হক ও বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত উপাচার্জ ও কোষাধ্যক্ষ প্রফেসর শামসুন নাহার ও রেজিষ্ট্রার স্থপতি হোসনে আরা রহমান।
শান্ত-মারিয়াম বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ বিভাগের পরিচালক বিশিষ্ট রবীন্দ্র সঙ্গীত শিল্পী লিলি ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠিত এ আয়োজনে স্বাগত বক্তব্য রাখেন অনুষ্ঠানের সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা মোঃ মজিবুর রহমান দিলু। আয়োজনের দ্বিতীয় পর্বে ছিল পূনর্মিলনী, সংবর্ধনা ও স্মৃতিচারণ। অনুষ্ঠানে বিভিন্ন সঙ্গীত, নৃত্য ও তথ্যচিত্র পরিবেশন করে শান্ত-মারিয়াম একাডেমীর শিশু কিশোর শিক্ষার্থীসহ বিভিন্ন শিল্পীবৃন্দ।
বিডি প্রতিদিন/ ওয়াসিফ