বরিশালে পৃথক মিছিল এবং সমাবেশের মধ্য দিয়ে জাতীয়তাবাদী ছাত্রদলের ৪২তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে। পুলিশের কড়া নজরদারীর মধ্যে জেলা ও মহানগর ছাত্রদলের উদ্যোগে আজ শনিবার সকাল থেকে দুপুর পর্যন্ত নগরীর সদর রোডে এসব কর্মসূচি পালিত হয়।
সকাল সাড়ে ১১টায় নগরীর হাসপাতাল রোড থেকে ছাত্রদলের ব্যানারে একটি মিছিল বের হয় সদর রোডের দলীয় কার্যালয় চত্ত্বরে গিয়ে শেষ হয়। পরে সেখানে মহানগর ছাত্রদলের সিনিয়র সহসভাপতি তরিকুল ইসলাম তারেকের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে বক্তব্য রাখেন মহানগর ছাত্রদলের সাধারন সম্পাদক হুমায়ুন কবির, জেলা ছাত্রদলের সহসভাপতি তারেক আল-ইমরান এবং জেলা ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক সোহেল রাঢ়ি।
এদিকে, বেলা ১২টায় নগরীর বগুড়া রোডের বাংলাদেশ ব্যাংকের সামনে থেকে ছাত্রদলের ব্যানারে আরেকটি মিছিল বের হয়। মিছিলটি নগরীর বিভিন্ন সড়ক প্রদক্ষিন শেষে সদর রোডের দলীয় কার্যালয় চত্ত্বরে গিয়ে শেষ হয়।
মহানগর ছাত্রদল সভাপতি রেজাউল কবির রনির সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে প্রধান অতিথি ছিলেন জেলা ছাত্রদল সভাপতি মাহফুজুল আলম মিঠু।
বক্তব্য রাখেন জেলা ছাত্রদলের সাধারন সম্পাদক কামরুল আহসান, সাংগঠনিক সম্পাদক এনামুল হাসান তসলিম সহ অন্যান্যরা। ছাত্রদলের এই অংশের মিছিলের অগ্রভাগে ছিলেন সাবেক ছাত্রদল নেতা আক্তারুজ্জামান শামীম, মীর জাহিদুল কবির এবং এএইচএম তসলিম উদ্দিন।
ছাত্রদলের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষ্যে যে কোন ধরনের অনাকাংখিত পরিস্থিতি মোকাবেলায় নগরীর সদর রোডসহ আশপাশের এলাকায় মোতায়েন ছিলো বিপুল সংখ্যক পুলিশ।
বিডি-প্রতিদিন/তাফসীর আব্দুল্লাহ