শিশু পর্নোগ্রাফির দায়ে রাজধানীর মুগদা থেকে এক যুবককে গ্রেফতার করেছে ডিএমপির কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম ইউনিটের (সিটিটিসি) সাইবার অপরাধ তদন্ত বিভাগ। এই যুবকের নাম কে এম মীরাজুল আজম (২৮)।
গত ২৯ ডিসেম্বর সন্ধ্যায় অভিযান চালিয়ে মুগদা থানার অতিশ দীপঙ্কর সড়কের একটি বাসা থেকে তাকে গ্রেফতার করা হয়। তখন শিশু পর্নোগ্রাফির কাজে ব্যবহৃত তার মোবাইল ফোন ও বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমের আইডি জব্দ করা হয়।
এ তথ্য জানিয়েছেন অভিযানের নেতৃত্ব দেওয়া সাইবার টেরোরিজম ইনভেস্টিগেশন টিমের সিনিয়র সহকারী পুলিশ কমিশনার সাইদ নাসিরুল্লাহ। তিনি বলেন, ‘অভিযুক্ত যুবক অনলাইনে উঠতি বয়সী শিশুদের সাথে যোগাযোগ করে পর্নো ছবি ও ভিডিও সংগ্রহ, সংরক্ষণ ও সরবরাহ করত এবং তাদের নিজেদের পর্নো ছবি ও ভিডিও প্রদান করতে উৎসাহিত করত। এভাবে দেশি-বিদেশি শিশুদের কাছ থেকে তাদের পর্নো ছবি ও ভিডিও সংগ্রহ করে তা বিভিন্ন ওয়েবসাইটে একাউন্ট খুলে আপলোড করে আসছিল।’
তিনি আরও বলেন, ‘অভিযুক্ত যুবক তার ব্যবহৃত হোয়াটসঅ্যাপ আইডিতে ভারতীয় অপ্রাপ্ত বয়স্ক এক নারীর ব্যক্তিগত অশ্লীল ছবি ও ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল করার হুমকি দিয়ে ভিকটিমের কাছ থেকে ২ লাখ ৫০ হাজার ভারতীয় রূপি দাবি করেন। এরপর সাইবার টেরোরিজম ইনভেস্টিগেশন টিম বিভিন্ন সোশ্যাল মিডিয়া মনিটরিংয়ের মাধ্যমে সাইবার পেট্রোলিং করে অভিযুক্তের অবস্থান শনাক্ত করে, প্রযুক্তির সহায়তায় তাকে গ্রেফতার করে। এ ঘটনায় রমনা মডেল থানায় মামলা করা হয়েছে।’
বিডি প্রতিদিন/জুনাইদ আহমেদ