ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ের নির্মাণকাজে গ্যাস পাইপলাইন স্থানান্তরের জন্য আজ রাজধানীর বেশকিছু এলাকায় বন্ধ থাকবে গ্যাস সরাবরাহ। গতকাল রবিবার (৩ জানুয়ারি) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে তিতাস গ্যাস কর্তৃপক্ষ।
ঘোষণা অনুযায়ী, আজ দুপুর ২টা থেকে বিকেল ৪টা পর্যন্ত রাজধানীর নাখালপাড়া এলাকার সমগ্র, পূর্ব নাখালপাড়া এবং নাখালপাড়া লেভেল ক্রসিং সংলগ্ন পশ্চিম নাখালপাড়া সংলগ্ন এলাকায় সব ধরনের গ্যাস সরবরাহ বন্ধ থাকবে।
বিডি প্রতিদিন/হিমেল