বন্ধুর বাসায় বেড়াতে গিয়ে লাশ হওয়া রাজধানীর ইংলিশ মিডিয়াম স্কুল মাস্টারমাইন্ডের ‘ও’ লেভেলের শিক্ষার্থী আনুশকা নূর আমিনের সঙ্গে ফারদিন ইফতেখার দিহানের দুই মাস আগে থেকে সম্পর্ক শুরু হয়।
আজ রবিবার ডিএমপির রমনা বিভাগের উপকমিশনার সাজ্জাদুর রহমান তদন্তের অগ্রগতি সম্পর্কে সাংবাদিকদের এ তথ্য জানান। তিনি জানান, সামাজিক যোগাযোগমাধ্যম ও তথ্যপ্রযুক্তি ব্যবহার করে জানা গেছে তাদের মধ্যে দুই মাস আগে থেকে সম্পর্ক ছিল। তবে এ বিষয়ে এখনো তদন্ত চলছে।
উল্লেখ্য, বন্ধুর সঙ্গে দেখা করার কথা বলে গত বৃহস্পতিবার দুপুর ১২টার দিকে বাসা থেকে বের হয় আনুশকা। পরে ডলফিন গলিতে বন্ধুর বাসায় যায়। সেখানে ওই ছাত্রী অসুস্থ হয়ে পড়লে তার বন্ধু অন্য তিন বন্ধুকে ফোন করে আনে।
পরে তারা শিক্ষার্থীকে চিকিৎসার জন্য আনোয়ার খান মডার্ন মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়। সেখানে কর্তব্যরত চিকিৎসক ছাত্রীকে মৃত ঘোষণা করেন। এতে ধর্ষণ ও হত্যার অভিযোগে মামলা হয়েছে।
বিডি-প্রতিদিন/শফিক