রাজধানীর রামপুরা থেকে ইয়াবাসহ আসমা বেগম (৪০) নামে এক নারী মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের গোয়েন্দা উত্তরা বিভাগ।
বৃহস্পতিবার দুপুরে রামপুরা থানার পূর্ব রামপুরা এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।
গোয়েন্দা উত্তরা বিভাগের সংঘবদ্ধ অপরাধ ও গাড়ি চুরি প্রতিরোধ টিমের সহকারী পুলিশ কমিশনার শাহিদুল ইসলাম জানান, বৃহস্পতিবার দুপুর ১টা ৪৫ মিনিটে রামপুরা থানার পূর্ব রামপুরা এলাকায় অভিযান চালিয়ে ১ হাজার পিস ইয়াবাসহ তাকে গ্রেফতার করা হয়। তার বিরুদ্ধে রামপুরা থানায় মামলা হয়েছে।
বিডি-প্রতিদিন/সালাহ উদ্দীন