কুমিল্লা নগরীর জন্য বরাদ্দকৃত ১৫৩৮ কোটি টাকার আংশিক চলতি অর্থবছরে পাওয়ার জন্য আবেদন জানিয়েছেন কুমিল্লা সিটি করপোরেশনের (কুসিক) মেয়র-কাউন্সিলররা।
শনিবার স্থানীয় সরকার মন্ত্রী তাজুল ইসলাম এমপির সাথে ঢাকায় এক বৈঠকে এই আবেদন জানান মেয়র-কাউন্সিলররা।
এ সময় কুমিল্লা নগরীর নানা বিষয়ে আলোচনা করা হয়। সভায় নকশা বহির্ভূত ভবন তৈরি বন্ধ, নগরীর উন্নয়ন, সেবার মান বৃদ্ধি, বর্জ্য ময়লা-আবর্জনা দিয়ে বিদ্যুৎকেন্দ্র নির্মাণ বিষয়ে আলোচনা হয়।
এ সময় বক্তব্য রাখেন কুসিক মেয়র মো. মনিরুল হক সাক্কু, প্যানেল মেয়র জমির উদ্দিন খান জম্পি, প্রধান নির্বাহী কর্মকর্তা ড. সফিকুল ইসলামসহ বিভিন্ন ওয়ার্ডের কাউন্সিলর ও কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
বক্তব্যে স্থানীয় সরকার বিভাগের মন্ত্রী তাজুল ইসলাম এমপি বলেন, সারা দেশের জন্যই কাজ করে যাচ্ছি। হোম টাউনের জন্য তাগাদা অনুভব করি। যে যেই দল করুক, সেটা রাজনৈতিক বিষয়। আমরা উন্নয়নের বিষয়ে সবাই এক।
মেয়র মো. মনিরুল হক সাক্কু বলেন, মাননীয় প্রধানমন্ত্রী, স্থানীয় সরকার মন্ত্রী মহোদয় ও সদর আসনের এমপি বাহার ভাইকে ধন্যবাদ। কুমিল্লা সিটির ইতিহাসে এটি সর্ববৃহৎ বাজেট। চলতি অর্থবছরের ৬ মাস চলে গেছে। যদি বরাদ্দের অর্থ দ্রুত পাওয়া যায়, সহজে উন্নয়ন কাজে হাত দিতে পারব।
বিডি-প্রতিদিন/বাজিত হোসেন