নারায়ণগঞ্জ সিটি করপোরেশন নির্বাচন স্বতন্ত্র মেয়র প্রার্থী অ্যাডভোকেট তৈমূর আলম খন্দকারের পক্ষে নির্বাচনী প্রচারণায় নেমে নারীদের উৎফুল্ল অংশগ্রহণ, সমর্থন ও ভালোবাসা পেয়ে অভিভূত হয়েছে তার স্ত্রী হালিমা ফারজানা।
বৃহস্পতিবার দিনব্যাপী নগরীর ২৪ নং ওয়ার্ডে গণসংযোগ করেন তিনি। এসময় তার সাথে ছিলেন বিএনপির নেতাকর্মীরা ও নারী নেত্রীরা।
তিনি প্রচারণার শুরুতে কয়েকজন থাকলেও ধীরে ধীরে তার সাথে নারীরা স্বতঃস্ফূর্তভাবে যোগ দিতে থাকে। নারীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে প্রচারণায় গতি পায়। পরে ঘরে ঘরে যাওয়া শুরু করলে নারীরা তাকে সমর্থন দেন এবং হাতির জয়ের ব্যাপারে শঙ্কাহীন থাকতে অনুরোধ করেন। এতে তাদের ভালোবাসা পেয়ে অভিভূত হন তিনি।
বিডি-প্রতিদিন/সালাহ উদ্দীন