রাজধানীর কাপ্তান বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এ ঘটনায় একজনের মরদেহ উদ্ধার হওয়ার খবর পাওয়া গেছে।
শনিবার ভোর সাড়ে ৪টার দিকে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের ১২টি ইউনিট সোয়া এক ঘণ্টা চেষ্টা চালিয়ে ভোর ৬টা ৮ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়। আগুনের ক্ষয়ক্ষতি ও সূত্রপাত জানতে কাজ করছে ফায়ার সার্ভিস।
ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষে থাকা দায়িত্বরত ভারপ্রাপ্ত কর্মকর্তা দেওয়ান আজাদ সংবাদ মাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন।
দেওয়ান আজাদ বলেন, আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ১২টি ইউনিট কাজ করেছে। তবে আগুন নিয়ন্ত্রণে আসলেও সেখানে প্রচণ্ড ধোয়া রয়েছে। কীভাবে আগুন লেগেছে তা তারা তাৎক্ষণিক জানা যায়নি। অভিযান পুরোপুরি শেষ হলে ক্ষয়ক্ষতির বিষয়ে জানা যাবে।
ব্যবসায়ীরা জানান, শনিবার ভোর সাড়ে চারটার দিকে আগুন লাগে। এতে পাইকারি বাজারের অনেক দোকান পুড়ে যায়। খবর পেয়ে আগুন নেভাতে যোগ দেয় ১২টি ইউনিট। ঘটনাস্থলে আসে পুলিশ, র্যাব, ওয়াসা, বিদ্যুৎ ও তিতাস গ্যাসের কর্মকর্তারা। প্রায় দেড় ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসলেও পুড়ে যায় শতাধিক দোকান।
বিডি প্রতিদিন/ সালাহ উদ্দীন