নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন নির্বাচনে মেয়র প্রার্থী মুফতি মাসুম বিল্লাহ বলেছেন, নারায়ণগঞ্জ সিটি করপোশেনকে উন্নত ও আন্তর্জাতিক মানসম্পন্ন শান্তির নগরী সুপ্রতিষ্ঠিত করতে হাতপাখার বিকল্প নেই। সেই লক্ষ্যে হাতপাখাকে বিজয়ী করার আহ্বান জানান তিনি।
মঙ্গলবার নাসিক ৪নং ওয়ার্ডের শিমরাইল এলাকায় গণসংযোগকালে ভোটারদের উদ্দেশে এ আহ্বান ইসলামী আন্দোলন বাংলাদেশ’র আমীর পীর সাহেব চরমোনাই মনোনীত এ প্রার্থী।
এ সময় আরও উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশ নারায়ণগঞ্জ মহানগর সহ-অর্থ সম্পাদক মুহা. তাজউদ্দিন, নির্বাচন পরিচালনা কমিটি সিদ্ধিরগঞ্জ থানার যুগ্ম আহবায়ক মাওলানা শামসুজ্জামান, ৪নং ওয়ার্ডের কাউন্সিলর পদপ্রার্থী মো. বিল্লাল হোসেন, ৬নং ওয়ার্ডের সমন্বয়ক মুহা. ইব্রাহিম খলিলুল্লাহ প্রমুখ নেতৃবৃন্দ।
বিডি-প্রতিদিন/বাজিত হোসেন