নারায়ণগঞ্জ সিটি করপোরেশন নির্বাচনে আওয়ামী লীগ মেয়র প্রার্থী ডা. সেলিনা হায়াৎ আইভীর পক্ষে ভোট চেয়ে বেড়াচ্ছেন ছাত্রলীগের কেন্দ্রীয় সহ-সভাপতি তিলোত্তমা শিকদার।
মঙ্গলবার তার দায়িত্বপ্রাপ্ত এলাকা নাসিক ১৪ নম্বর ওয়ার্ডের বিভিন্ন মন্দির ও বাড়ি বাড়ি গিয়ে ভোট প্রার্থনা করেন তিনি।
এ সময় তিনি বলেন, জাতির পিতা বঙ্গবন্ধুর সুযোগ্য কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা আইভী আপাকে নৌকা দিয়েছেন। আইভী আপা দুই মেয়াদে সিটি মেয়র হিসেবে ব্যাপক উন্নয়ন করেছেন। উন্নয়নের ধারা অব্যাহত রাখতে আবারও নৌকায় ভোট দিন।
নির্বাচনী প্রচারণার সময় ছাত্রলীগের কেন্দ্রীয় ও স্থানীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
আগামী ১৬ জানুয়ারি নারায়ণগঞ্জ সিটি করপোরেশন নির্বাচনের ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।
বিডি-প্রতিদিন/বাজিত হোসেন