রাজশাহীতে পূর্ব শত্রুতার জের ধরে একটি বাড়িতে আতর্কিত হামলা চালিয়েছে প্রতিপক্ষের লোকজন। এই সময় ওই বাড়িতে ব্যাপক ভাঙচুর চালানো হয়েছে। সশস্ত্র হামলা চালিয়ে দুইজন যুবককে পেটানো হয়েছে। শুক্রবার (৯ ডিসেম্বর) দিবাগত গভীর রাতে বিশ্বকাপ খেলা দেখার সময় মহানগরীর নতুন বিলসিমলা বন্ধগেট এলাকায় এই সন্ত্রাসী হামলার ঘটনা ঘটেছে।
এই হামলার ঘটনায় শনিবার (১০ ডিসেম্বর) দুপুরে রাজশাহী মহানগরীর রাজপাড়া থানায় মামলার জন্য লিখিত এজাহার দিয়েছেন লাবনী বেগম। লাবনী বেগম নতুন বিলসিমলা বন্ধগেট এলাকার আবদুল কুদ্দুসের স্ত্রী। মামলার এজাহারে ওই এলাকার মাসেমের ছেলে মিলন (৩৫), আকতারের ছেলে মো. হানিফ (২৮), মোস্তফার ছেলে মো. মুন (৩২) এবং লালের ছেলে রাহিমসহ (২০) অজ্ঞাত আরও ২০ জনকে আসামি করা হয়েছে। পুলিশ বর্তমানে এই ঘটনাটি তদন্ত করছে। প্রাথমিক তদন্ত শেষে মামলা গ্রহণের ব্যাপারে আইনি ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছে পুলিশ।
এদিকে অভিযোগে বলা হয়েছে- লাবনী বেগমের ছোট ছেলে এহসান রায়হান (২০) ও তার বড় ছেলে হোসাইন রিফাত (২২) গত রাতে বাড়ির বাইরে খেলা দেখতে যায়। পূর্ব শত্রুতার জের ধরে একই এলাকার মাসেমের ছেলে মিলন গিয়ে এহসান ও রায়হানকে ধাক্কা মারে। এ ঘটনাকে কন্দ্রে করে তর্কবিতর্ক শুরু হয়। এক পর্যায়ে এহসান রায়হান ও হোসাইন রিফাতের ওপর মিলন ও তার সহযোগীরা হামলা করে। এ সময় তারা প্রাণ বাঁচাতে দৌঁড়ে নিজেদের বাড়ির ভেতরে চলে আসেন। কিন্তু হামলাকারীরাও চাকু, রামদা, হাসুয়া, লোহার পাইপসহ বিভিন্ন ধরনের দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে পেছনে পেছনে ওই বাড়িতে ঢুকে পড়ে। তারা জানালা ও গেট ভাঙচুর শুরু করে। পরে স্থানীয়রা খবর দিলে রাজপাড়া থানা থেকে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
রাজশাহী মহানগরীর রাজপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এএসএম সিদ্দিকুর রহমান বলেন, হামলার খবর পেয়ে রাতেই পুলিশ ঘটনাস্থলে গিয়েছিল। ভুক্তভোগী পরিবার আজ এই ব্যাপারে লিখিত এজাহার দিয়েছে। প্রাথমিক তদন্ত শেষে এটি মামালা হিসেবে গ্রহণ করা হবে। এছাড়া আসামিদেরকে দ্রুত সময়ের মধ্যে গ্রেফতার করা হবে বলেও জানান তিনি।
বিডি প্রতিদিন/ ওয়াসিফ