রংপুরে পীরগাছা উপজেলার ঠাকুরবাড়ি এলাকায় ঘাঘট নদ থেকে দিনমজুর এক ব্যক্তির লাশ উদ্ধার করা হয়েছে। খায়রুল ইসলাম (৫৫) নামে ওই ব্যক্তির লাশ শনিবার সকালে উদ্ধার করা হয়।
পুলিশ সূত্রে জানা গেছে, খায়রুল পার্শ্ববর্তী মিঠাপুকুর উপজেলার ভাংনী ইউনিয়নের কোনাপাড়া এলাকার আবুল হোসেনের ছেলে। তিনি পেশায় দিনমজুর ছিলেন। শনিবার সকালে নদে খায়রুল ইসলামের লাশ দেখতে পেয়ে পুলিশে খবর দেয় এলাকাবাসী। পরে পুলিশ এসে তার লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসে।
পীরগাছা থানার ওসি মাসুমুর রহমান জানান, এ বিষয়ে একটি ইউডি মামলা হয়েছে। লাশ ময়নাতদন্তের জন্য রংপুর মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
বিডি প্রতিদিন/এমআই