আসন্ন রংপুর সিটি করপোরেশন (রসিক) নির্বাচনের দিন সিটি এলাকায় সাধারণ ছুটি থাকবে না বলে জানিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। তবে সাধারণ ছুটি না থাকলেও ভোটারদের ভোট দেওয়ার সুযোগ করে দিতে নির্দেশনা রয়েছে। রবিবার (১২ ডিসেম্বর) জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিবকে এ সংক্রান্ত একটি চিঠি পাঠিয়েছে ইসি।
চিঠিতে উল্লেখ করা হয়েছে- আগামী ২৭ ডিসেম্বর রংপুর সিটি করপোরেশন নির্বাচন অনুষ্ঠিত হবে। উল্লিখিত নির্বাচনে ভোটগ্রহণের দিন সাধারণ ছুটির প্রয়োজন হবে না। তবে নির্বাচনী এলাকাধীন যেসব শিক্ষাপ্রতিষ্ঠান ও স্থাপনা ভোটকেন্দ্র হিসেবে ব্যবহার বা নির্বাচনী কার্যক্রমের জন্য নির্ধারিত রয়েছে, সেগুলো বন্ধ থাকবে। তাছাড়া সংশ্লিষ্ট নির্বাচনী এলাকাধীন স্বাস্থ্যসেবা ও শিক্ষাপ্রতিষ্ঠানসহ সব অফিস/সংস্থা/প্রতিষ্ঠানে কর্মরত ভোটারদের ভোটাধিকার প্রয়োগের সুযোগ দেওয়ার ব্যবস্থা করার জন্য নির্বাচন কমিশন সিদ্ধান্ত দিয়েছেন।
রসিক নির্বাচনে মোট প্রার্থী সংখ্যা ২৭০ জন। এক্ষেত্রে মেয়র পদে ৯ জন, সাধারণ কাউন্সিলর পদে ১৯২ জন ও সংরক্ষিত কাউন্সিলর পদে ৬৯ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।
বিডি প্রতিদিন/হিমেল