বরিশালে সমাবেশ এবং খন্ড খন্ড মিছিলের মধ্য দিয়ে ৪৪তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন করেছে ছাত্রদল। সমাবেশে দফায় দফায় হাতাহাতিতে লিপ্ত হয় ছাত্রদলের তৃনমূল নেতাকর্মীরা। প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে সোমবার বেলা ১২টার দিকে নগরীর সদর রোডের বিএনপি কার্যালয় চত্বরে জেলা ও মহানগর ছাত্রদলের উদ্যোগে এক সমাবশে অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন মহানগর বিএনপির আহবায়ক মনিরুজ্জামান ফারুক।
মহানগর ছাত্রদলের সভাপতি রেজাউল করিম রনির সভাপতিত্বে এবং সাধারন সম্পাদক হুমায়ুন কবিরের সঞ্চালনায় সমাবেশে বিশেষ অতিথি ছিলেন মহানগর বিএনপির সদস্য সচিব মীর জাহিদুল কবির জাহিদ। এছাড়া জেলা ও মহানগর ছাত্রদল নেতারা সমাবেশে বক্তব্য রাখেন। বক্তারা গনতন্ত্র পুনরুদ্ধারে ছাত্রদলকে অগ্রনী ভমিকা রাখার আহবান জানান।
সমাবেশ চলাবস্থায় মঞ্চে ওঠা নিয়ে দফায় দফায় হাতাহাতিতে লিপ্ত হয় ৮ নম্বর ওয়ার্ড ও কাশীপুর এলাকার ছাত্রদল নেতাকর্মীরা। এতে বিচ্ছৃংখলার সৃস্টি হয় সমাবেশে।
সমাবেশের আগে জেলার বিভিন্ন উপজেলা এবং নগরীর বিভিন্ন ওয়ার্ড থেকে খন্ড খন্ড মিছিল সদর রোডের দলীয় কার্যালয় চত্তরে গিয়ে জড়ো হয়। এদিকে ছাত্রদলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে বিএনপি অফিসসহ সদর রোডে মোতায়েন ছিলো বিপুল সংখ্যক পুলিশ।
বিডি প্রতিদিন/এএ