মাদক মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক দুই আসামিকে গ্রেফতার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)। গ্রেফতাররা হলেন- উজ্জ্বল ওরফে উত্তম সাহা (৫৩) ও তার সাবেক স্ত্রী রত্না (৪৫)।
বৃহস্পতিবার রাতে র্যাব-২ এর সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) এএসপি মো. ফজলুল হক এই তথ্য নিশ্চিত করে জানান, ২০১৭ সালের ২৩ জুলাই মিরপুর থানায় উজ্জ্বল ও রত্নার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা হয়। মামলাটি তদন্ত শেষে তাদের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দাখিল করা হয়। মামলার বিচার শেষে আদালত আসামি উজ্জ্বল ও রত্নাকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়ে গ্রেফতারি পরোয়ানা জারি করেন।
আসামিদের গ্রেফতার করতে র্যাব-২ ছায়া তদন্ত শুরু করে এবং গোয়েন্দা নজরদারি বাড়ায়। এরই ধারাবাহিকতায় গোয়েন্দা তথ্যের ভিত্তিতে র্যাব-২ এর একটি দল রাজধানীর রামপুরা ও লালবাগ এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করে। গ্রেফতারের সময় তাদের কাছ থেকে এক হাজার ৬৫০ পিস ইয়াবা জব্দ করা হয়।
বিডি-প্রতিদিন/সালাহ উদ্দীন