রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে অজ্ঞাত এক ব্যক্তির লাশ রয়েছে। লাশটি কার এই প্রশ্ন উঠেছে। হাসপাতালে যে নাম ও ঠিকানায় ভর্তি করা হয়েছিল, সেই ঠিকানায় খোঁজ-খবর নিয়েও পুলিশ মরদেহের শনাক্ত করতে পারেনি। পুলিশ তার স্বজনদের খুঁজছে।
রমেক হাসপাতাল ও পুলিশ সূত্রে জানা গেছে, গত ১৬ ডিসেম্বর অজ্ঞাত এই ব্যক্তিকে নিজাম (৫০), বাবা মিরাজ, সাং নওডোবা, পলাশবাড়ি, গাইবান্ধা ঠিকানা দিয়ে ভর্তি করা হয়। ৭ জানুয়ারি হাসপাতালের সার্জারি বিভাগের ৩ নম্বর ইউনিটে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। পুলিশ ধারণা করছে, মৃত ব্যক্তি দুর্ঘটনাজনিত কারণে রমেক হাসপাতালে ভর্তি হয়েছিল।
রংপুর মেট্রোপলিটন কোতয়ালী থানার এসআই আব্দুল আলিম জানান, কে বা কারা ভুল ঠিকানা দিয়ে ওই ব্যক্তিকে হাসপাতালে ভর্তি করেছিল। আমরা ওই ঠিকানাসহ আরও কয়েকটি জেলায় খোঁজ করে ওই ব্যক্তির পরিচয় নিশ্চিত হতে পারিনি। লাশটি বর্তমানে অজ্ঞাত হিসেবে রমেক হাসপাতালের মর্গে রয়েছে।
বিডি প্রতিদিন/এমআই