গাজীপুরে সড়ক দুর্ঘটনার জেরে আবারো বাসে অগ্নিসংযোগ করেছে উত্তেজিত লোকজন। বুধবার দুপুর ১২টার দিকে গাজীপুর সিটি করপোরেশনের নাওজোর এলাকায় ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে তাকওয়া পরিবহনের একটি মিনি বাসের সঙ্গে সিএনজিচালিত অটোরিকশার সংঘর্ষের কারণে এ ঘটনা ঘটেছে।
গাজীপুর মেট্রোপলিটন পুলিশের (জিএমপি) বাসন থানার ইন্সপেক্টর (তদন্ত) জাহাঙ্গীর আলম জানান, গাজীপুর সিটি করপোরেশনের নাওজোর এলাকার মেসার্স মাহবুব ফিলিং স্টেশনের সামনে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে কালিয়াকৈরগামী তাকওয়া পরিবহনের একটি মিনি বাসের সঙ্গে বিপরীত দিক থেকে আসা সিএনজিচালিত অটোরিকশার সংঘর্ষ হয়। এতে অটোরিকশাটি দুমড়েমুচড়ে উল্টে যায় এবং চালক আহত হয়।
স্থানীয়রা আহত অটোচালককে উদ্ধার করে হাসপাতালে প্রেরণ করে। এ ঘটনায় স্থানীয় লোকজন উত্তেজিত হয়ে মিনি বাসটি ভাঙচুর করে আগুন ধরিয়ে দেয়। এতে ওই মহাসড়কে যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়। খবর পেয়ে পুলিশের সহায়তায় ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে আগুন নেভায়। পুলিশ ঘটনাস্থল থেকে গাড়ি দু’টি জব্দ করে সরিয়ে নিলে পরিস্থিতি স্বাভাবিক হয়।
জয়দেবপুর ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার তাশারফ হোসেন জানান, সিএনজি ও তাকওয়া পরিবহনের মিনি বাসের মুখোমুখী সংঘর্ষ হলে উত্তেজিত জনতা তাকওয়া পরিবহনের মিনি বাসটিতে আগুন দেয়। খবর পেয়ে জয়দেবপুর ফায়ার সার্ভিসের দুইটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নেভায়। আগুনের ঘটনায় কেউ হতাহত হয়নি।
এর আগে মঙ্গলবার রাতে গাজীপুর সিটি করপোরেশনের ছয়দানার হারিকেন ফ্যাক্টরি এলাকায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক পার হওয়ার সময় গার্মেন্টস কর্মী নানী-নাতি ও এক পথচারী গ্রীণ অনাবিল পরিবহনের একটি বাসের ধাক্কায় আহত হন। তাদের নিহত হওয়ার গুজবে ক্ষুব্ধ লোকজন ও গার্মেন্টসকর্মীরা চারটি বাসে অগ্নিসংযোগ করে। এসময় তারা কয়েকটি গাড়ি ভাঙচুর ও প্রায় দুই ঘণ্টা মহাসড়ক অবরোধ করে রাখে।
বিডি প্রতিদিন/এমআই