রংপুরে কাউনিয়া উপজেলায় অজ্ঞাত গাড়ির ধাক্কায় চুন্না হাড়ি (৫৫) নামে এক সাইকেল আরোহীর মৃত্যু হয়েছে। শনিবার সকালে উপজেলার রংপুর-কুড়িগ্রাম মহাসড়কের মীরবাগ ধর্মেশ্বর বিজলীঘন্টি এলাকায় এই দুর্ঘটনা ঘটেছে। অপরদিকে উপজেলার ধর্মেশ্বর এলাকায় অ্যাম্বুলেন্সের সাথে ট্রাকের সংঘর্ষে দুজন আহত হয়।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, শনিবার ভোরে মীরবাগের ওই এলাকায় দ্রুতগামী অজ্ঞাত গাড়ির ধাক্কায় মীরবাগ রেলস্টেশনে ঝাড়ুদার সাইকেল আরোহী চুন্না হাড়ির মৃত্যু হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে চুন্না হাড়ির মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসে।
অপরদিকে উপজেলার ধর্মেশ্বর এলাকায় ভোরে অ্যাম্বুলেন্সের সাথে ট্রাকের মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটে। এতে অ্যাম্বুলেন্সের চালক ও তার সহযোগী আহত হলে স্থানীয়রা তাদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করে। এ ঘটনায় ট্রাক ড্রাইভার পলাতক রয়েছে।
কাউনিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুনতাজির বিল্লাহ পৃথক দুটি দুর্ঘটনার বিষয় নিশ্চিত করে বলেন, নিহত চুন্না হাড়ির লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
বিডি প্রতিদিন/এমআই