ঢাকার পল্টন থানায় দায়েরকৃত মামলায় বরিশাল জেলা ছাত্রদলের ভারপ্রাপ্ত সাধারন সম্পাদক তৌফিক আল ইমরানকে গ্রেফতার করেছে পুলিশ। শুক্রবার দিবাগত রাতে নগরীর কাউনিয়া জানুকিসিংহ রোড থেকে তাকে গ্রেফতার করে পল্টন থানা পুলিশ। গ্রেফতারের পর ওই রাতেই তাকে নিয়ে ঢাকার উদ্দেশ্যে রওয়ানা হয় তারা।
নগরীর কাউনিয়া থানার ওসি এর, আর মুকুল জানান, ৫ ডিসেম্বর পল্টন থানায় পুলিশের উপর হামলা ও যানবাহন ভাংচুর মামলার আসামী হিসেবে ইমরানকে গ্রেফতার করেছে পল্টন থানা পুলিশ। কাউনিয়া পুলিশ তাদের সহযোগীতা করেছে।
বিডি প্রতিদিন/এএ