রংপুর সিটি করপোরেশনের (রসিক) ২৬ নম্বর ওয়ার্ডে সাধারণ কাউন্সিলর পদে দুই প্রার্থী সমান সংখ্যক ভোট পেয়েছেন। ফলে এই পদে আগামীকাল রবিবার আবারও ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। রিটার্নিং কর্মকর্তা আবদুল বাতেন এ নির্দেশনা দিয়েছেন।
আবারও ভোটগ্রহণে সব ধরনের প্রস্তুতি সম্পন্ন করেছে নির্বাচন কমিশন। শনিবার দুপুরে ২৬ নম্বর ওয়ার্ডের সাতটি কেন্দ্রে ইলেকট্রনিক ভোটিং মেশিনসহ (ইভিএম) নির্বাচনী সরঞ্জাম পাঠানো হয়। নির্বাচনী এলাকায় যে কোনো ধরনের বিশৃঙ্খলা এড়াতে জোরদার করা হয়েছে বাড়তি নিরাপত্তা ব্যবস্থা।
রিটার্নিং কর্মকর্তা আবদুল বাতেন সংবাদমাধ্যমকে বলেন, ‘গত ২৭ ডিসেম্বর অনুষ্ঠিত নির্বাচনে ২৬ নম্বর ওয়ার্ডের সাধারণ কাউন্সিলর পদে মো. শাহাজাদা আরমান ঠেলাগাড়ি প্রতীকে ও সাইফুল ইসলাম ফুলু ঘুড়ি প্রতীকে ৩ হাজার ১৯৭ ভোট পেয়েছেন।’
‘তাছাড়া এমএ রাজ্জাক মণ্ডল লাটিম প্রতীকে ১ হাজার ৮৯২ ভোট পান। তিনজন প্রার্থীর মধ্যে দুইজন সমান ভোট পাওয়ায় ওই ওয়ার্ডে সাধারণ কাউন্সিলর পদে রবিবার আবারও ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। এজন্য সব প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে।’
বিডি প্রতিদিন/জুনাইদ আহমেদ