'নারায়ণগঞ্জ শহরকে হকার ও যানজট মুক্ত করো, সুন্দর বাসযোগ্য নারায়ণগঞ্জ গড়ো- এই স্লোগানকে সামনে রেখে ৫টি দাবি উল্লেখ করে মানববন্ধন কর্মসূচি পালন করেছে ‘আমরা নারায়ণগঞ্জবাসী’ সংগঠন। শনিবার (১৪ জানুয়ারি) দুপুরে শহরের প্রাণকেন্দ্র চাষাঢ়া শহীদ মিনারের সামনে ওই মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
মানববন্ধনে 'আমরা নারায়ণগঞ্জবাসী' তাদের দাবি জানিয়ে লিফলেট বিতরণ করেছেন। দাবিগুলোর মধ্যে রয়েছে ‘চাষাঢ়া পুলিশ ফাঁড়ি ও ডাক বাংলার ছেড়ে দেওয়া জায়গা দ্রুত পাকা করণ করতে হবে, মৌমিতা বাসসহ সকল অবৈধ ষ্ট্যান্ড উচ্ছেদ করতে হবে, বঙ্গবন্ধু সড়ক, মীরজুমলা রোড, শায়েস্তা খাঁন সড়ক, শহীদ সোহরাওয়ার্দী রোড, সিরাজউদ্দৌলা সড়ক ও ফুটপাথ হকার মুক্ত কর এবয় প্রকৃত হকারদের পুর্নবাসন কর, ব্যাটারী চালিত রিক্সা,অটো, মিশুক চলাচল আইনি শৃঙ্খলায় আনতে হবে, ঔষধ কোম্পানীর প্রতিনিধিদের মোটরসাইকেল সড়ক ও ফুটপাথে রাখা নিষিদ্ধ করতে হবে।’
মানববন্ধনে আমরা নারায়ণগঞ্জবাসী সংগঠনের সভাপতি নুরউদ্দিনের সভাপতিত্বে এ সময় উপস্থিত ছিলেন নাগরিক কমিটির সভাপতি এবি সিদ্দিক, জাসদ সভাপতি মোহর আলী চৌধুরী, নারায়ণগঞ্জ প্রেস ক্লাবের সাবেক সভাপতি ও আমরা নারায়ণগঞ্জবাসী সংগঠনের উপদেষ্ঠা অ্যাড. মাহবুবুর রহমান মাসুম, সহ-সভাপতি কুতুবউদ্দিন আহমেদ, বাবুল, সাধারণ সম্পাদক নাসির উদ্দিন মন্টু, যুগ্ম সাধারণ সম্পাদক মাহমুদ হোসেন, মো. হোসেন কাজল, প্রচার ও প্রকাশনা সম্পাদক ওয়াহেদুজ্জামান, সহ সাধারণ সম্পাদক শিপলু, সমাজ কল্যাণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা নূর হোসেন মোল্লা, ক্রীড়া সম্পাদক জাহাঙ্গীর কবীর খোকন, সাংস্কৃতিক সম্পাদক জহিরুল ইসলাম মিন্টু, সম্পাদক মন্ডলীর সদস্য ওলি আহমেদ ভূঁইয়া, বীর মুক্তিযোদ্ধা ইকবাল হোসেন, সুলতান, লিটন, মোস্তফা কামল, মহিলা নেত্রী হালিমা আক্তার বিথী প্রমুখ।
নারায়ণগঞ্জ প্রেস ক্লাবের সাবেক সভাপতি ও আমরা নারায়ণগঞ্জবাসী সংগঠনের উপদেষ্টা অ্যাড. মাহবুবুর রহমান মাসুম বলেন, আমাদের সুন্দর এই নারায়ণগঞ্জে কোনো সন্ত্রাস থাকবে না, এখানে কোনো যানজট থাকবে না, এখানে ফুটপাত মুক্ত থাকবে। আমরা এটাই স্বপ্ন দেখি, বাহিরে থেকে মানুষ আসবে আমাদের এমন নারায়ণগঞ্জ দেখবে এটাই চাই।
নারায়ণগঞ্জবাসী সংগঠনের সভাপতি নুরউদ্দিন বলেন, নারায়ণগঞ্জ একটি অবহেলিত শহর। এটাকে ধনী জেলা হিসেবে গণ্য করা হয়। রাষ্ট্রের কোষাগারে যে আয় হয় তার ২৮ শতাংশ নারায়ণগঞ্জ থেকে হয়। তবুও নারায়ণগঞ্জ অবহেলার শিকার হয়। আমরা চাই একটা সুন্দর নারায়ণগঞ্জ।
বিডি প্রতিদিন/হিমেল