ভারতের দিল্লির রাজৌরি গার্ডেন্স এলাকায় রাস্তায় দুটি গাড়ির ধাক্কা ঘিরে ঘটলো ভয়ংকর ঘটনা।
হরবিন্দর কোহলি নামের এক ব্যক্তির বন্ধু একটি গাড়ি চালাচ্ছিলেন। সেই গাড়ি আরেকটি গাড়িকে ধাক্কা দেয় বলে খবর।
তারপরই দুই গাড়ি চালকের ঝগড়া শুরু হয়। হরবিন্দ তখন দুই পক্ষের ঝগড়া থামানোর চেষ্টা করছিলেন।
তখনই ঘটে বিপত্তি। অভিযুক্ত তার বাবার পরামর্শে গাড়িটি হরবিন্দ কোহলির ওপর চালাতে থাকেন। এতে হরবিন্দ গাড়ির সামনের অংশে উঠে পড়েন।
ভিড়ে ঠাসা দিল্লির রাস্তায় এইভাবেই ওই ব্যক্তিকে নিয়ে গাড়িটি অনায়াসে এগিয়ে যায়। তাকে ৫০ মিটার পর্যন্ত টেনে ওইভাবে নিয়ে যায় গড়িটি।
এমন শিউরে ওঠার মতো ফুটেজ ধরা পড়েছে সিসিটিভিতে।
ঘটনার সিসিটিভি ফুটেজে দেখা গেছে, একটি বাসের পরই ওই গাড়িটি রাস্তায় ছিল। সেই গাড়ির সামনের অংশের (বোনেট) ওপর ভয়ংকর অবস্থায় ওই ব্যক্তি।
পুলিশ অভিযুক্তের সন্ধান পেয়েছে। ইতোমধ্যেই জেরা শুরু করেছে। এই ঘটনার মামলাও দায়ের হয়েছে।
সূত্র : হিন্দুস্তান টাইমস
বিডি প্রতিদিন/জুনাইদ আহমেদ