রাজধানীর খিলগাঁওয়ে মোসা: জান্নাত (২২) নামে এক গৃহবধূর মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ। মৃতার শ্বশুরবাড়ির লোকজন পুলিশকে জানিয়েছেন, সে গলায় ফাঁস লাগিয়ে মারা গেছে। তার মানসিক সমস্যা ছিল।
রবিবার দুপুর আনুমানিক ২টার দিকে ঘটনাটি ঘটে। খিলগাঁও থানার উপপরিদর্শক (এসআই) নিপেন্দ্র নাথ বিশ্বাস বিষয়টি নিশ্চিত করে বলেন, মৃতার পরিবারের লোকজন তাকে ঝুলন্ত অবস্থায় দেখতে পেয়ে, সেখান থেকে উদ্ধার করে স্থানীয় খিদমা হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
সংবাদ শুনে আমরা ঐ হাসপাতাল থেকে তার মরদেহ উদ্ধার করে আইনি প্রক্রিয়া শেষে রাতে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসি। তিনি বলেন, মৃতার স্বামী মো: জুয়েল একজন রিকশা চালক। তাদের এক সন্তান রয়েছে।
বিডি প্রতিদিন/এএ