ক্যাব ইন্টারন্যাশনাল (CABI) আয়োজিত ‘বাংলাদেশে ফসলের আক্রমণাত্মক কীটপতঙ্গের বিরুদ্ধে আগাম প্রস্তুতি ও ব্যবস্থাপনা জোরদারকরণ’ শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার সকালে গুলশানের লেকশোর হোটেলের কনফারেন্স কক্ষে এ কর্মশালা অনুষ্ঠিত হয়।
কর্মশালায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কৃষি বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মো. গিয়াসউদ্দীন মিয়া। বশেমুরকৃবি’র ভাইস-চ্যান্সেলরের একান্ত সচিব ড. আ. হ. ম. আসাদুর রহমান মঙ্গলবার এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান।
আন্তর্জাতিক সংস্থা CABI আয়োজিত কর্মশালায় দেশের টেকসই কৃষির উন্নয়নে এ ধরনের সময়োপযোগী কর্মশালার জন্য আয়োজকদের ধন্যবাদ জানিয়ে ভাইস-চ্যান্সেলর বলেন, যেহেতু ফসলের উৎপাদন বৃদ্ধির জন্য কৃষির অনুভূমিক সম্প্রসারণ বা আবাদি জমি বাড়ানোর সুযোগ আমাদের নেই এবং উল্লম্ব সম্প্রসারণ বা জাত উন্নয়নেরও একটি নির্দিষ্ট সীমা রয়েছে, তাই রোগ-বালাই দমন ব্যবস্থাপনাকে আরও শক্তিশালীকরণের মাধ্যমে ফসলের ক্ষতি কমাতে আমাদের আরও কার্যকর উদ্যোগ নিতে হবে। দেশের জনসংখ্যার একটি বড় অংশ তাদের খাদ্যের যোগান ও জীবিকার জন্য কৃষির উপর নির্ভরশীল হওয়ার কারণে বাংলাদেশের অর্থনীতিতে কৃষিই প্রধান নিয়ামক।
কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের শস্য-সংরক্ষণ উইংয়ের পরিচালক মো. আশরাফ উদ্দীনের সভাপতিত্বে অনুষ্ঠিত কর্মশালায় বশেমুরকৃবি’র কীটতত্ত্ব বিভাগের প্রফেসর ড. রমিজ উদ্দীন মিয়া ও প্রফেসর ড. রুহুল আমীন কর্মশালায় উপস্থিত ছিলেন।
বিডি প্রতিদিন/এমআই