ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের ১০৫ নম্বর অপারেশন থিয়েটারের পাশে বাথরুম সংলগ্ন গলি থেকে এক ব্যক্তির লাশ উদ্ধার করা হয়েছে। তার নাম-পরিচয় জানা যায়নি। অজ্ঞাতনামা ব্যক্তি পুরুষ, যার বয়স আনুমানিক ৬০ বছর। পরনে ছিল ময়লাযুক্ত ছেঁড়া পোশাক। মরদেহটি ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে রাখা হয়েছে।
ঢামেক পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক মো. বাচ্চু মিয়া বলেন, বুধবার দুপুর পৌনে একটার দিকে ঢামেক হাসপাতালের ভেতরে ১০৫ নম্বর অপারেশন থিয়েটারের পাশে বাথরুম সংলগ্ন গলি থেকে এক ব্যক্তিকে অচেতন অবস্থায় উদ্ধার করে জরুরি বিভাগে নিয়ে পরীক্ষা-নিরীক্ষার পর মৃত বলে ঘোষণা করা হয়।
আশপাশের লোকজনের বরাদ দিয়ে বাচ্চু মিয়া আরও বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, মৃত ওই ব্যক্তি ভবঘুরে প্রকৃতির, সে বেশ কিছু দিন যাবৎ বাইরে ঘোরাঘুরি করে, পরে ওই স্থানে গিয়ে ঘুমাতো। তার পায়ে ক্ষত ছিল। কয়েক দিন আর বের হয়নি, সেখানেই শুয়ে ছিল।
প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, অসুস্থজনিত কারণে তার মৃত্যু হতে পারে। তবে ময়নাতদন্তের প্রতিবেদন পেলে তার মৃত্যুর সঠিক কারণ বলা যাবে। বিষয়টি সংশ্লিষ্ট শাহবাগ থানায় অবগত করা হয়েছে। মৃতের পরিচয় জানার চেষ্টা চলছে বলেও তিনি জানান।
বিডি প্রতিদিন/এইআই