মহান বিজয় দিবসে বীর শহিদদের প্রতি শ্রদ্ধা জানিয়েছে প্রেস ইনস্টিটিউট বাংলাদেশ জার্নালিজম অ্যালামনাই অ্যাসোসিয়েশন (পিবজা)।
শনিবার (১৬ ডিসেম্বর) সকালে সাভার জাতীয় স্মৃতিসৌধের বেদিতে পুষ্পস্তবক অর্পণ করে স্বাধীনতা যুদ্ধের বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানায় সংগঠনটি।
এসময় সংগঠনের সভাপতি রুহী শামসাদ আরা, সাধারণ সম্পাদক ডা. রথীন্দ্র নাথ সরকার রবিনের নেতৃত্বে এতে উপস্থিত ছিলেন সাংগঠনিক সম্পাদক কৃষিবিদ মো. বশিরুল ইসলাম, অর্থ সম্পাদক তাসলিমা খাতুন, সাংস্কৃতিক সম্পাদক নাসরিন সুলতানা, দপ্তর সম্পাদক মো. রফিকুল ইসলাম সুমন, কার্যনির্বাহী কমিটির সদস্য কবির হোসেন, সেলিনা শেলী, কামরুজ্জামান সোহেল, খায়রুল বাশার, আবু আবদুল্লাহসহ পিবজা সদস্যরা।
বিডি প্রতিদিন/হিমেল