রাজধানীর মিরপুরের শাহআলী থানাধীন ঈদগাহ মাঠ এলাকায় দুষ্কৃতিকারীর এলোপাতাড়ি গুলিতে সাজ্জাদ হোসেন রকি (২৫) নামে এক যুবক আহত হয়েছেন। তিনি পেশায় একজন ইন্টারনেট ব্যবসায়ীর কর্মী।
মঙ্গলবার (১৫ এপ্রিল) দিবাগত রাত আনুমানিক সাড়ে ১১টার দিকে এ ঘটনা ঘটে। পরে তার বন্ধুরা তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে ভর্তি করেন। আহত সাজ্জাদের বাড়ি মিরপুর এক নম্বর সেকশনের নিউ সি ব্লকে। তার বাবার নাম দেলোয়ার হোসেন।
আহতের বন্ধু শান্ত জানান, ঘটনার সময় সাজ্জাদসহ তারা তিন বন্ধু মিরপুর এক নম্বর সেকশনের ঈদগাহ মাঠের পাশে চায়ের দোকানে যাচ্ছিলেন। সেখানেই মিরাজ নামের এক ব্যক্তির যুবদলের একটি কার্যালয় রয়েছে।
তিনি আরও বলেন, ওই কার্যালয়ের সামনে হঠাৎ গন্ডগোল শুরু হয়। এক অজ্ঞাত ব্যক্তি এলোপাতাড়ি গুলি ছুড়তে থাকে। আমরা দৌড়ে পালানোর চেষ্টা করি। ওই সময় সাজ্জাদের পিঠে একটি গুলি লাগে। পরে আমরা তাকে হাসপাতালে নিয়ে যাই।
ঢামেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক (এসআই) মো. মাসুদ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, আহত সাজ্জাদ বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। বিষয়টি শাহআলী থানাকে জানানো হয়েছে।
বিডি-প্রতিদিন/আব্দুল্লাহ