রাজধানীর পল্লবীতে মাদক সেবনের জন্য ১০ টাকা চেয়ে না পাওয়ায় সাগর (২২) নামে এক যুবককে পিটিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। গতকাল রাতে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ওই যুবক মারা যান। এ ঘটনায় অভিযুক্ত এক নারীকে আটক করেছে পুলিশ।
নিহতের বাবা নাসির উদ্দিন জানান, পল্লবীর কালাপানি বটতলা এলাকায় ৯ এপ্রিল সন্ধ্যা ৭টার দিকে স্থানীয় মাদকসেবী সাদ্দাম ও আল-আমিন গাঁজা খাওয়ার জন্য সাগরের কাছে ১০ টাকা চায়। টাক না দেওয়ায় তাদের সঙ্গে সাগরের বাকবিতণ্ডা হয়। এক পর্যায়ে সাগরকে পিটিয়ে মারাত্দক আহত করে। গতকাল ঢাকা মেডিকেলে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।