বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক বলেছেন, সরকারের কথিত ‘অপারেশন ডেভিল হান্ট’ চলাকালীন অপরাধ ও খুন রাহাজানির বিস্তার কোনোভাবেই মেনে নেওয়া যায় না। সরকার অকার্যকর হয়ে পড়লে গণ অভ্যুত্থানের অর্জন নষ্ট হয়ে যাবে। দেশের গণতান্ত্রিক উত্তরণের গুরুত্বপূর্ণ কাজও প্রবল ঝুঁকির মধ্যে পড়তে পারে। গতকাল রাজধানীর সেগুনবাগিচায় পার্টির রাজনৈতিক পরিষদের সভায় তিনি এসব কথা বলেন। সভায় আরও বক্তব্য রাখেন পার্টির রাজনৈতিক পরিষদের সদস্য বহ্নিশিখা জামালী, আকবর খান, আবু হাসান টিপু, আনছার আলী দুলাল ও মীর মোফাজ্জল হোসেন মোশতাক।
সাইফুল হক বলেন, আইনশৃঙ্খলা পরিস্থিতির ক্রমাবনতিতে সামাজিক নৈরাজ্যের বিস্তার ঘটছে। এতে জনজীবনে গভীর উদ্বেগ-উৎকণ্ঠা তৈরি হয়েছে। মানুষের জানমালের নিরাপত্তা নিয়ে বড় দুশ্চিন্তা দেখা দিয়েছে। ঢাকাসহ দেশব্যাপী আশঙ্কাজনক ভাবেই পরিস্থিতির অবনতি ঘটছে। দিনদুপুরে রোমহর্ষক ঘটনা ঘটছে। রাজধানীর কিছু এলাকা সন্ত্রাসীদের অভয়ারণ্যে পরিণত হয়েছে। শিক্ষাপ্রতিষ্ঠানেও আবার সন্ত্রাসী তৎপরতা বাড়ছে।