চট্টগ্রামের বইমেলায় আশানুরূপ দর্শক-পাঠক-লেখকের উপস্থিতি ছিল লক্ষণীয়। এটা নিয়ে প্রকাশক-আয়োজকদের মধ্যে আশার আলো সঞ্চারিত হয়। কিন্তু উপস্থিত পাঠক-দর্শকের বিপরীতে বই বিক্রির অবস্থাটা ব্যাপক হতাশাজনক। অনেক প্রকাশকই বই বিক্রি নিয়ে হতাশা প্রকাশ করেছেন। ফলে এবারের বইমেলা নিয়ে চট্টগ্রামের প্রকাশকদের মধ্যে আশা-নিরাশার দোলাচল ভর করেছে। চট্টগ্রাম সিটি করপোরেশনের (চসিক) উদ্যোগে এবং চট্টগাম সৃজনশীল প্রকাশক পরিষদের ব্যবস্থাপনায় নগরের জিমনেসিয়াম মাঠে গত ১ ফেব্রুয়ারি বইমেলা শুরু হয়। তবে গত ২৬ ফেব্রুয়ারি শেষ হওয়ার কথা থাকলেও দুই দিন বাড়িয়ে গতকাল মেলা শেষ হয়। জানা যায়, এবার চট্টগ্রামের ৭৩টি প্রকাশনী সংস্থা থেকে বিষয়-বৈচিত্র্যের প্রায় ৪ হাজার নতুন বই বের হয়েছে। প্রায় ১ লাখ বর্গফুটের মাঠজুড়ে ১৪০টি স্টল বরাদ্দ দেওয়া হয়েছে। এর মধ্যে চট্টগ্রামের স্টল ৭৪টি ও ঢাকার ৪৪টি। একাধিক প্রকাশনা সংস্থার সঙ্গে কথা বলে জানা যায়, দেশের রাজনৈতিক পট পরিবর্তনের প্রভাব পড়েছে মেলায়। করোনার আগে-পরের বছরেও এত খারাপ অবস্থা হয়নি। এবার অনেক দর্শক-পাঠক মেলায় এসেছেন। কিন্তু বই কিনছেন খুবই কম সংখ্যক দর্শক। বলা যায়, বইমেলায় আগত দর্শকদের মধ্যে মাত্র ১০ শতাংশই বই কিনছেন। চট্টগ্রামের প্রসিদ্ধ প্রকাশনা সংস্থা বলাকা প্রকাশনীর স্বত্বাধিকারী জামাল উদ্দিন বলেন, নানা কারণে এবার মেলায় বই বিক্রি কমই হয়েছে। আমি নিজেও লোকসান মাথায় নিয়ে মেলা শেষ করছি। আমার অন্তত ৩ লাখ টাকা লোকসান হবে। অধিকাংশ প্রকাশকেরই এমন অবস্থা। শিশু প্রকাশ প্রকাশনীর স্বত্বাধিকারী আরিফ রায়হান বলেন, বইমেলাকে কেন্দ্র করে অনেক বই প্রকাশ করা হয়। কিন্তু এবার আশানুরূপ বিক্রি হয়নি। তবে আমরা আশা করছি, আগামীতে আরও সমৃদ্ধ মেলা হবে। বাড়বে বিকিনিকি। চট্টগ্রাম সৃজনশীল প্রকাশক পরিষদের সভাপতি সাহাব উদ্দিন হাসান বাবু বলেন, মেলায় প্রতিদিন প্রচুর দর্শনার্থী আসেন। কিন্তু দর্শকের তুলনায় বই বিক্রি কম ছিল। তবুও আমরা হতাশ নই। এবার সবাই মিলে প্রায় ২ কোটি টাকার বই বিক্রি করেছেন বলে মনে করি।
শিরোনাম
- গাছের চারা বিনিময়ে ছাদ বাগানিদের নববর্ষ উদযাপন
- ১৯ বছরের প্রেমিক, পঞ্চাশে অন্তঃসত্ত্বা আমিশা?
- কালিগঞ্জে ৫০ পিস ইয়াবাসহ ৫ মাদক কারবারি আটক
- আমেরিকায় নদীতে বিমান বিধ্বস্ত, নিহত ৩
- ঐকমত্য কমিশনের সঙ্গে বৈঠকে বিএনপি
- ঐশ্বরিয়ার কথাতেই থেমে যায় অভিষেকের রাগ
- বিএনপি আন্তরিকতার সঙ্গে সংস্কার কমিশনকে সহযোগিতা করছে : সালাহউদ্দিন
- চকবাজারে বিদ্যুৎস্পৃষ্টে প্লাস্টিক কারখানার কর্মীর মৃত্যু
- ৭০তম জন্মদিনে মহাকাশ থেকে ফিরলেন আমেরিকার প্রবীণতম নভোচারী
- ইসরায়েলি অভিনেত্রী থাকায় নিষিদ্ধ ‘স্নো হোয়াইট’
- ‘বাবার মুখ পুড়িয়ে দিয়েছো’, প্রথম ছবির পর পরিবারের ক্ষোভ
- নতুন দুই বিচারপতিকে সংবর্ধনা দিল অ্যাটর্নি জেনারেল অফিস-সুপ্রিম কোর্ট বার
- আওয়ামী লীগের সাবেক মন্ত্রী-প্রতিমন্ত্রীসহ ১৯ জন ট্রাইব্যুনালে
- প্রতারণা, কনের বদলে বিধবা মাকে বিয়ে!
- বিচার ব্যবস্থাকে আরও সহজ করতে হবে : আইন উপদেষ্টা
- পরমাণু কর্মসূচি নিয়ে যুক্তরাষ্ট্রের সঙ্গে দ্বিতীয় দফা বৈঠক শেষে যা জানাল ইরান
- ‘কেশরী চ্যাপ্টার টু’ দিয়েই কি অক্ষয়ের কামব্যাক?
- ২০০ মিয়ানমার নাগরিক পালিয়ে থাইল্যান্ডে এসেছে, দাবি থাই কর্তৃপক্ষের
- রহস্যময় 'পিরামিড' আবিষ্কার, বদলে দিতে পারে ইতিহাসকে
- নাইজেরিয়ায় সন্দেহভাজন পশুপালকদের হামলায় নিহত ১৭
আশানিরাশা নিয়ে চট্টগ্রাম বইমেলা সমাপ্ত
নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
প্রিন্ট ভার্সন

এই বিভাগের আরও খবর
সর্বশেষ খবর