২০২৪ সালে বিগত সরকারের পতনের দিন মো. ইউসুপ (৩৫) নামের এক শ্রমিকের মৃত্যুর ঘটনায় ৩২৫ জনকে আসামি করে ঘটনার আট মাস পর আরও একটি হত্যা মামলা দায়ের হয়েছে। গতকাল চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের ডবলমুরিং থানায় ইউসুপের বাবা মো. ইউনুচ মামলাটি করেন। ইউনুচের বাড়ি হাটহাজারী উপজেলার পশ্চিম ধলই ইউনিয়নে। মামলায় সাবেক এক মন্ত্রী ও একাধিক এমপিকে আসামি করা হয়েছে।
পুলিশ জানিয়েছে, মামলায় সাবেক শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেল, সাবেক এমপি মহিউদ্দিন বাচ্চু, এম এ লতিফ, সাবেক মেয়র আ জ ম নাছির উদ্দিন, সাবেক কাউন্সিলর আবদুস সবুর লিটন, আওয়ামী লীগ নেতা দিদারুল আলম মাসুমসহ ২৫ জনের নাম উল্লেখ করা হয়েছে। এ ছাড়া ২০০ থেকে ৩০০ জনকে অজ্ঞাত আসামি করা হয়েছে।
ডবলমুরিং থানার ওসি কাজী রফিকুল ইসলাম জানান, গত বছরের ৫ আগস্ট বিজয় মিছিল পরবর্তীতে দেওয়ানহাট মোড়ে এক শ্রমিক গুলিবিদ্ধ হয়ে মারা গেছেন। ওই ঘটনায় তার বাবা ইউনূচ বাদী হয়ে মামলাটি দায়ের করেছেন। পুলিশ মামলাটি তদন্ত করে আইনগত ব্যবস্থা নেবে।