চট্টগ্রামের সিটি মেয়র ডা. শাহাদাত হোসেন বলেন, ইসরায়েল আন্তর্জাতিক আইন লঙ্ঘন করে বারবার যুদ্ধাপরাধ করছে। অথচ জাতিসংঘ এবং আন্তর্জাতিক সম্প্রদায় এ বিষয়ে কার্যকর কোনো ভূমিকা রাখতে পারছে না। বাংলাদেশ থেকে আমাদের শক্ত প্রতিক্রিয়া জানাতে হবে, কারণ আমরা ফিলিস্তিনের ন্যায়সংগত অধিকার ও আত্মনিয়ন্ত্রণের সংগ্রামের পক্ষে। গতকাল চট্টগ্রাম মহানগর, উত্তর ও দক্ষিণ জেলা বিএনপির উদ্যোগে ফিলিস্তিনে ইসরায়েলি বাহিনীর বর্বরোচিত হামলা, মানবিক বিপর্যয় এবং ব্যাপক হত্যাযজ্ঞের প্রতিবাদে সংহতি র্যালি ও সমাবেশে তিনি এ কথা বলেন। র্যালিতে বিএনপির হাজারো নেতা-কর্মীর পাশাপাশি সাধারণ মানুষ অংশ নেয়।
মহানগর বিএনপির আহ্বায়ক এরশাদ উল্লাহর সভাপতিত্বে সদস্যসচিব নাজিমুর রহমানের সঞ্চলনায় বক্তব্য দেন বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা গোলাম আকবর খোন্দকার, বিএনপির কেন্দ্রীয় নেতা ব্যারিস্টার মীর হেলাল উদ্দিন, এ এম নাজিম উদ্দিন প্রমুখ।