বাংলা বর্ষবরণের অনুষ্ঠান ঘিরে তিন স্তরের নিরাপত্তাবলয়ে ঢাকা থাকছে বন্দরনগরী চট্টগ্রাম। নগরীর সিআরবি শিরিষতলা, ডিসি হিলসহ অন্যান্য অনুষ্ঠানস্থলের নিরাপত্তা নিশ্চিতে পুলিশের পাশাপাশি থাকবে বিশেষায়িত ইউনিট সোয়াট, ডগ স্কোয়াডসহ অন্যান্য ইউনিট। নিরাপত্তার স্বার্থে বর্ষবিদায় ও বর্ষবরণ অনুষ্ঠান সন্ধ্যা ছয়টার মধ্যেই শেষ করতে পুলিশের পক্ষ থেকে আয়োজকদের বিশেষ অনুরোধ করা হয়েছে। এ বিষয়ে সিএমপির জনসংযোগ বিভাগের অতিরিক্ত উপ-কমিশনার মাহমুদা বেগম বলেন, ‘নববর্ষের প্রধান তিন ভেন্যুতে তিন স্তরের নিরাপত্তাব্যবস্থা থাকছে। এ ছাড়া অন্যান্য ভেনুতে থাকবে একই ব্যবস্থা। পুলিশের পাশাপাশি অন্য ইউনিটগুলো নিরাপত্তার দায়িত্বে থাকবে। আয়োজকদের অনুরোধ করা হয়েছে আউট ডোর অনুষ্ঠানগুলো সন্ধ্যা ছয়টার মধ্যে শেষ করতে। তারাও আমাদের প্রস্তাবনা সাদরে গ্রহণ করেছেন।’ জেলা পুলিশের মুখপাত্র অতিরিক্ত পুলিশ সুপার রাসেল বলেন, ‘বাংলা নববর্ষের অনুষ্ঠানমালা নিয়ে পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে। অনুষ্ঠানস্থলের নিরাপত্তা নিশ্চিতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য সব থানাকে নির্দেশনা দেওয়া হয়েছে।’
এদিকে সিআরবি শিরিষতলা নববর্ষ উদ্যাপন পরিষদের সাধারণ সম্পাদক ফারুক তাহের বলেন, ‘বর্ষবিদায় এবং বর্ষবরণের দই দিনব্যাপী অনুষ্ঠানমালার আয়োজন করা হয়েছে। শিরিষতলার বর্ষবরণের আয়োজনে এবার থাকছে না বলি খেলা। তবে ইভেন্টে কাবাডি খেলা যুক্ত হচ্ছে।’
জানা যায়, অন্যান্য বছরের মতো এবারও নগরীর সিআরবি শিরিষতলা, ডিসি হিল এবং শিল্পকলা একাডেমিতে বর্ষবিদায় এবং বর্ষবরণের নানান অনুষ্ঠানমালার আয়োজন করা হয়েছে। এ ছাড়া চট্টগ্রাম নগরী এবং জেলার বিভিন্ন উপজেলায় সরকারি বেসরকারি উদ্যোগে আয়োজন করা হয়েছে নানান অনুষ্ঠানমালার। অনুষ্ঠানস্থলে পুলিশের পাশাপাশি নিয়োজিত থাকবে সাদা পোশাকের বিশেষ দল। থাকবে বিশেষায়িত ইউনিট সোয়াট, ডগ স্কোয়াড, কুইক রেসপন্স টিম। স্ট্যান্ডবাই হিসেবে থাকবে বম্ব (বোমা) ডিসপোজাল ইউনিট। নিরাপত্তার জন্য আউটডোর অনুষ্ঠানমালা সন্ধ্যা ছয়টার মধ্যে শেষ করতে আইন প্রয়োগকারী সংস্থাগুলোর পক্ষ থেকে অনুরোধ করা হয়েছে।