গাজা উপত্যকায় ইসরায়েলি বাহিনীর তান্ডবের প্রতিবাদে পাবনায় খ- খ- বিক্ষোভ মিছিল বের করে ফিলিস্তিন সমর্থনকারীরা। গতকাল সকাল থেকে এসব মিছিল বের হতে দেখা যায়। তবে অধিকাংশ বিক্ষোভ মিছিল শান্তিপূর্ণ হলেও বিক্ষোভকারীদের একটি দল শহরের স্বাধীনতা চত্বরের পাশের লতিফ টাওয়ারের বাটা শোরুমে ঢিল নিক্ষেপ করে গ্লাস ভাঙচুর করেছে। গতকাল দুপুর ১টার দিকে এ ঘটনা ঘটে। ঘটনার পরপরই মিছিল থেকে চারজনকে আটক করেছে পুলিশ। বিষয়টি নিশ্চিত করেছেন পাবনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুস সালাম। প্রত্যক্ষদর্শী ও শোরুম সংশ্লিষ্টরা জানায়, ফিলিস্তিনের পক্ষে ও বর্বর ইসরায়েলি বাহিনীর হত্যাকান্ডের প্রতিবাদে বাস টার্মিনাল এলাকার মুজাহিদ ক্লাব ছাত্রজনতার ব্যানারে ২০ থেকে ২৫ জনের একটি দল দুপুর ১টার দিকে শহরের স্বাধীনতা চত্বরে এসে অবস্থান নেয়। মিছিলটি সরকারি এডওয়ার্ড কলেজ গেটের দিক থেকে শহরের নতুন ব্রিজ হয়ে স্বাধীনতা চত্বরে আসে। এরপর হুট করেই তারা নিজেদের কাছে থাকা বিভিন্ন সাইজের ইটপাটকেল লতিফ টাওয়ারের বাটা শোরুমকে লক্ষ্য করে ছুড়তে থাকে। এ সময় শোরুমের কয়েকটি গ্লাস ভেঙে যায়। তবে অবস্থা বেগতিক দেখে তৎক্ষণাৎ শোরুমের সাটার নামিয়ে দেয় শোরুম সংশ্লিষ্টরা। এ ব্যাপারে ওসি আবদুস সালাম বলেন, এ ঘটনায় চারজনকে আটক করা হয়েছে। ভাঙচুর শেষে মিছিল নিয়ে যাওয়ার পথে সরকারি শহীদ বুলবুল কলেজ গেটের সামনে থেকে তাদের আটক করা হয়েছে। এরা সবাই মুজাহিদ ক্লাব এলাকার। জিজ্ঞাসাবাদ করে দেখব, কেন তারা এ ধরনের কাজ করল।