কুমিল্লা-১ আসনের সাবেক এমপি মোহাম্মদ সুবিদ আলী ভূঁইয়ার স্ত্রী মাহমুদা আখতারের নামে গাজীপুর, কুমিল্লা ও ঢাকার বিভিন্ন জায়গায় থাকা ৪ দশমিক ৭৫ একর জমি জব্দের আদেশ দিয়েছেন আদালত। একই সঙ্গে তার নামে বিভিন্ন ব্যাংকে থাকা ১২টি হিসাব অবরুদ্ধের আদেশ দেওয়া হয়েছে। গতকাল ঢাকা মহানগর জ্যেষ্ঠ বিশেষ জজ মো. জাকির হোসেন গালিব দুদকের আবেদন মঞ্জুর করে এ আদেশ দেন।
এদিন এসব স্থাবর সম্পত্তি জব্দ ও অস্থাবর সম্পদ অবরুদ্ধের আদেশ চেয়ে আবেদন করেন দুর্নীতি দমন কমিশনের (দুদক) সহকারী পরিচালক মো. সহিদুর রহমান।
দুদকের আবেদনে বলা হয়, অভিযুক্তের বিরুদ্ধে দুর্নীতির মাধ্যমে ১ কোটি ৪২ লাখ ৫৪ হাজার ৬৭৬ টাকা মূল্যের জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে মামলা করা হয়েছে। এ ছাড়াও আসামি মাহমুদা আখতার নিজ নামীয় ১২টি ব্যাংক হিসাবে ৩৬ কোটি ৩১ লাখ ৯১ হাজার ১৪ টাকা অস্বাভাবিক ও সন্দেহজনক লেনদেন করেন। আসামি মাহমুদা আখতার কর্তৃক অর্জিত সব সম্পদ এখনো সুনির্দিষ্টভাবে চিহ্নিত করা সম্ভব হয়নি। তবে মামলাটি তদন্তকালে এখন পর্যন্ত প্রাপ্ত তার নামীয় বর্ণিত স্থাবর ও অস্থাবর সম্পদ যাতে অন্যত্র হস্তান্তর, স্থানান্তর কিংবা রূপান্তর করতে না পারেন সেজন্য স্থাবর সম্পত্তিসমূহ জব্দ ও অস্থাবর সম্পদসমূহ অবরুদ্ধ করা একান্ত প্রয়োজন।