বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা আবদুস সালাম বলেছেন, আগামী ডিসেম্বরের মধ্যে দেশে নির্বাচন না দিলে গণতন্ত্র ফিরে আসবে না। গণতন্ত্র উদ্ধারে বিএনপি ১৬ বছর রাজপথে ছিল। নির্বাচন নিয়ে কোনো টালবাহানা করলে বিএনপি তা মানবে না। তাই নির্বাচন পেছানোর কোনো সুযোগ নেই। প্রতিটি রাজনৈতিক দলসহ দেশের জনগণ চায় অতিদ্রুত নির্বাচন। কিন্তু কেউ কেউ আবার চান নির্বাচন যেন দেরিতে অনুষ্ঠিত হয়। নির্বাচনে কালক্ষেপণ করলে দেশে আবারও ফ্যাসিস্টরা ষড়যন্ত্রে লিপ্ত হবে। গতকাল বিকালে বগুড়া শহরের মফিজ পাগলার মোড় স্থানীয় একটি মোটেলে রাজশাহী বিভাগের অন্তর্গত জেলা-মহানগর বিএনপি ও অঙ্গসহযোগী সংগঠনের পর্যালোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।