জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) চেয়ারম্যান মো. আবদুর রহমান খান বলেছেন, ভ্রমণ কর এয়ারলাইনস কোম্পানিগুলো টিকিটের মূল্যের সঙ্গে সংগ্রহ করে। কিন্তু কখনো কখনো কোম্পানিগুলো এই টাকা সরকারের কোষাগারে জমা দেয় না। অনেক সময় কোম্পানি দেউলিয়া হয়ে যায় বা তারা ব্যবসা বন্ধ করে চলে যায়। তাই আমরা চাচ্ছি যাত্রীদের ভ্রমণ কর যাত্রী নিজে দেবে। তারা টাকা জমা দিয়ে চালান নিবে এবং সেটা দেখিয়ে চলে যাবে। গতকাল রাজধানীর আগারগাঁওয়ে রাজস্ব ভবনে প্রাক-বাজেট আলোচনায় তিনি এসব কথা বলেন।
মো. আবদুর রহমান খান বলেন, এমন দেশ নেই, যেখানে এত কম করহার। তারপরও করহার আরও কমানোর জন্য আপনারা বিভিন্ন দাবি তুলছেন। তাদের জন্য বলছি, করের অর্থ দিয়ে দেশের ব্যয় চালানো হয়। কিন্তু রাজস্ব আদায় কমলে দেশ চালানোর অর্থ কোথায় পাব। তবে যাদের কর ও ভ্যাট হার অনেক বেশি, তাদের বিষয়ে আলোচনা হচ্ছে। কীভাবে কর ও ভ্যাটহার সহনশীল জায়গায় আনা যায়।