ককটেল ফাটিয়ে মালামাল লুটের দায়ে সোনারগাঁ উপজেলার বহিষ্কৃত যুবদল নেতা আশরাফ ভূইয়ার বিরুদ্ধে এবার ব্যবসায়ীর মাথায় পিস্তল ঠেকিয়ে হত্যাচেষ্টার অভিযোগ উঠেছে। এ ঘটনায় ভুক্তভোগী ব্যবসায়ী থানায় লিখিত অভিযোগ করেছেন।
তবে আশরাফ ভূইয়া অভিযোগ অস্বীকার করেছেন। সোনারগাঁ থানার ওসি মফিজুর রহমান জানান, ব্যবসায়ীর অভিযোগ পেয়েছি। ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। অভিযোগের সত্যতা পেলে আইনি ব্যবস্থা নেওয়া হবে। অভিযোগ সূত্রে জানা যায়, ঘটনার সময় মাসাবো বাজারে একটি দোকানে ছিলেন ব্যবসায়ী গোলজার হোসেন। হঠাৎ ৪-৫টি মোটরসাইকেলে আশরাফ ভূইয়ার নেতৃত্বে ১০-১২ জন এসে ওই ব্যবসায়ী ও তার দুই ভাতিজাকে ঘেরাও করে। গোলজারকে গুলি করে হত্যার হুমকি দেয় এবং গালিগালাজ করে তারা। বাজারের লোকজন জড়ো হলে সন্ত্রাসীরা ঘটনাস্থল ত্যাগ করে। বাড়ি ফেরার পথে ব্যবসায়ীর গাড়ির গতিরোধ করে তার মাথায় পিস্তল ঠেকিয়ে হত্যার চেষ্টা চালায়।