লাভা বাংলাদেশের উদ্যোগে এবং লাভার সর্বাধুনিক হ্যান্ডসেট A3 প্রচারনার পক্ষ হিসেবে গত ৬ই জানুয়ারি এক বাইসাইকেল র্যালির আয়োজন করা হয়। প্রায় দুই শতাধিক বাইসাইকেল আরোহী এই র্যালিতে অংশগ্রহন করেন। মিরপুর-১০ থেকে যাত্রা করে র্যালিটি শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষীণ করে মানিক মিয়া এভিনিউতে এসে শেষ হয়।
র্যালিতে অংশগ্রহনকারী সকলকে লাভা A3 তথ্য সম্বলিত টি-শার্ট প্রদান করা হয়। লাভাতে কর্মরত বিভিন্ন বিভাগের কর্মকর্তাবৃন্দ এই বিশেষ আয়োজনে অংশগ্রহন করেন।
মূলত Lava A3 প্রচারনার জন্য এই বিশেষ র্যালির আয়োজন করা হয়। সম্প্রতি Lava A3 নামক স্মার্টফোনটি বাজারে আসে, যাতে রয়েছে সর্বাধুনিক ফিঙ্গার প্রিন্ট সেন্সর, মেটাল বডি এবং অত্যাধুনিক ক্যামেরা। এটি বর্তমানে লাভার সকল আউটলেট, ব্রান্ডশপ ও ঢাকা আন্তর্জাতিক বানিজ্য মেলায় (মিনি প্যাভিলিয়ন নং ১২) পাওয়া যাচ্ছে।
বিডি-প্রতিদিন/পাভেল/এস আহমেদ